價格:免費
更新日期:2019-03-02
檔案大小:2.6M
目前版本:1.5
版本需求:Android 4.2 以上版本
官方網站:mailto:dreamfighterbd@gmail.com
মেয়েদের ইসলামিক নাম ও অর্থ জানা থাকলে নতুন জন্মানো শিশুদের নাম রাখতে সুবিধা হয়। নতুন ভাগ্নি, ভাস্তি অথবা নাতনি জন্মগ্রহন করলে ভাল একটি নাম খোঁজার জন্য চারিদিকে হাক ডাক উঠে যায়। খুঁজতে খুঁজতে নাম ঠিকই পাওয়া যায় শুনতেও ভাললাগে কিন্তু নামের অর্থ দাড়ায় বেগতিক। এর প্রধান করণ শিশুদের নামের অর্থ না জেনে রাখা। অনেক সময় মেয়ে শিশুদের নামের অর্থ না জেনে রাখায় অনেক বিরম্বনার সৃষ্টি হয়। মেয়েদের ইসলামি নাম ও অর্থ বলতে বুঝায় আরবী নাম ও শব্দার্থ।
নবজাতকের নাম রাখার সময়কালের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম থেকে তিনটি বর্ণনা রয়েছে। শিশুর জন্মের পরপরই তার নাম রাখা। শিশুর জন্মের তৃতীয় দিন তার নাম রাখা। শিশুর জন্মের সপ্তম দিন তার নাম রাখা। এর থেকে এটাই প্রতীয়মান হয় যে, ইসলাম এ বিষয়ে মুসলিমদেরকে অবকাশ দিয়েছে। যে কোনোটির উপর আমল করা যেতে পারে। এমনকি কুরআনে আল্লাহ তা‘আলা কোনো কোনো নবীর নাম তাঁদের জন্মের পূর্বে রেখেছেন মর্মে উল্লেখ আছে।
ছোট বেলায় মুরব্বিদের মুখে শুনেছি নামের গুনে বরকত, কথাটা কতোটা সত্যি আর কতোটা মিথ্যা সে হিসাব করছি না। তবে শিশুদের ভাল অর্থবহ নাম ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই ইতিবাচক প্রভাব সৃষ্টি করে। এ কারনে জন্ম নেয়া নবাগত মেয়ে শিশুদের ইসলামি নাম ও অর্থ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুটি বড় হয়ে ওঠার সাথে সাথে নামের প্রভাব তার উপর পড়তে থাকবে। একটা গল্প আছে, এক নিরক্ষর ব্যক্তির মেয়ে শিশু জন্মগ্রহন করেছে, তিনি ইসলামের প্রতি আনুগত্য প্রকাশের জন্য পবিত্র কোরআন শরিফ থেকে মেয়ের নাম রাখবেন বলে মন স্থির করলেন। যেহেতু তিনি আরবী বোঝেননা তাই তিনি একটা উপায় অবলম্বন করলেন। তিনি চোখ বন্ধ করে কোরআন শরিফের একটি পেজ খুলে নিজের আঙ্গুল রাখলেন যে শব্দটি তার আঙ্গুলের নিচে ছিল। তিনি তার মেয়ে নাম তাই রেখেছিলেন। মেয়েটির নাম হয়েছিল “জিনা”। এটি একটি গল্প মাত্র কিন্তু শিশুদের ইসলামি নাম ও অর্থ না জেনে না বুঝে রাখাটা এই ব্যাক্তির মতো কর্মকান্ড বলে পরিগনিত হবে। এখন প্রশ্ন হতে পারে নাম কিভাবে রাখবো? খুব সহজ সমাধান আছে নাম রাখার সময় ইসলামিক নামের অর্থ বুঝে রাখতে হবে তাহলে বিরম্বনা থেকে মুক্তি পাওয়া যাবে। আমাদের “মেয়েদের ইসলামিক নাম ও অর্থ” এ্যাপটিতে ইসলামিক নাম অর্থ সহ ব্যাখ্যা দেয়া আছে, এ্যাপটির ইসলামিক নামের তালিকা থেকে সহজেই পছন্দ মতো নাম রাখতে পারবেন। এছাড়াও বাজারে অনেক মেয়েদের ইসলামিক নামের বই পাওয়া যায়। বইতে অনেক ছেলেদের ইসলামিক নাম এবং মেয়েদের ইসলামিক নাম পাওয়া যাবে। তবে বই কেনার আগে অবশ্যই দেখতে হবে ইসলামিক নাম অর্থ সহ দেয়া আছে কিনা। কারন ইসলামিক নাম মেয়ে কিংবা ছেলে যার নামই রাখেন না কেন, নামের প্রভাব তার উপর পড়বেই। তাই সঠিক নামের অর্থ বুঝে তারপর নাম রাখুন।